ক্রংনং | কি কি সেবার পাবেন তার তালিকা নিম্নে দেওয়া হল |
১। | অনলাইন নতুন জন্ম নিবন্ধন |
২। | অনলাইন নতুন মৃত্যু নিবন্ধন |
৩। | নকল জন্ম নিবন্ধন (বাংলা) |
৪। | নকল জন্ম নিবন্ধন (ইংরেজী) |
৫। | অনলাইনে যে কোন আবেদন |
৬। | অনলাইনে পাসপোর্ট ফরম পূরন |
৭। | অনলাইনে যে কোন পরীক্ষার রেজাল্ট বের করা |
৮। | অনলাইনে অন্যান্য আবেদন যাচাই অথবা বের করা |
৯। | কম্পিউটারে পাসপোর্ট ফর্ম পূরন |
১০। | হাতে পাসপোর্ট ফর্ম পূরন |
১১। | ই-মেইল পাঠানো |
১২। | অনলাইনে নাগরিক, ওয়ারিশ, প্রত্যয়ান সহ অন্যান সনদের আবেদন করা |
১৩। | অনলাইনে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদানকৃত সকল আবেদন কপি |
১৪। | অনলাইনে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদানকৃত সকল সনদ কপি (সাদাকালো) |
১৫। | অনলাইনে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদানকৃত সকল সনদ কপি (কালার) |
১৬। | ফটোকপি (প্রতি কপি) |
১৭। | কম্পিউটার কম্পোজ |
১৮। | অনলাইন যে কোন প্রত্যায়ন পত্র আবেদন |
১৯। | ছবি তোলা (পাসপোর্ট সাইজ) প্রতি কপি |
২০। | স্ক্যানিং করা (প্রতি পাতা) |
২১। | ভিডিও কল করা (প্রতি মিনিট) |
২২। | মোবাইল এ্যাপস ডাউনলোড এবং ইনষ্টল করা |
এছাড়াও অন্যান্য সেবা পাবেন : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে।
অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস